রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি কি তৃতীয় বিশ্বযুদ্ধ? আশঙ্কায় অনেকে

নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি তৃতীয় বিশ্বযুদ্ধ, এই আশঙ্কা করেছেন অনেকে।

    ইতিমধ্যেই রাশিয়া থেকে ইউক্রেন সীমান্তে পৌঁছে গেছে পরমাণু অস্ত্র , বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পরমাণু অস্ত্র বাহিনীকে তৈরি থাকার ইঙ্গিত দিয়েছেন। যদি পরমাণু হামলা করা হয় ইউক্রেনের উপর , সেই দায় চাপাতে পারে রাশিয়া ব্রিটেনের উপর উপর। ব্রিটেন এর বিরোধিতা করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো বাহিনী অংশগ্রহণ করতে পারে এই আশঙ্কায় পুতিন রাশিয়ার পরমাণু বাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন।