|
---|
ইলিয়াস মল্লিক,হাওড়া : বাংলা থেকে গোয়ায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সব জায়গায় পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনকল্যাণমূলক ও উন্নয়মমূলক প্রকল্প থেকে শুরু করে ভাতা, সবকিছুই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি। গ্রামেগঞ্জে তা পঞ্চায়েতের মাধ্যমে পৌঁছে দিয়েছেন তিনি।
তারই অনুপ্রেরণায় এমনই এক জনস্বার্থমূলক প্রচেষ্টা তুলে ধরলেন বিধায়ক সীতানাথ ঘোষ, জগৎবল্লভপুর বিধানসভার মানুষদের সুবিধার কথা মাথায় রেখে “জগৎবল্লভপুর ব্লক সংসদ ২০২১-২২” গঠিত হল ৯ ফেব্রুয়ারি ২০২২ এ।
ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মাননীয়া মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত মাননীয় সৌমেন পাল, সম্মানীয় ডেপুটি সেক্রেটারি হাওড়া জেলা পরিষদ, মাননীয় ডি.পি.আর.ডি.ও, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৃষ্টিধর ঘোষ, গোপা ঘোষ,সেখ বরকাতুল্লাহ, সঞ্জু মল্লিক সহ ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও আধিকারিকরা।