|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : আজ উপনির্বাচন গোসাবা বিধানসভা, খড়দা বিধানসভা, শান্তিপুর বিধানসভা, দিনহাটা বিধানসভায়। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিধানসভা,যেখানে তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের প্রয়াণে এই আসনটি খালি হয়। তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত মন্ডল কে পার্থী করেন,অপরদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হন পলাশ রানা। খড়দা বিধানসভায় প্রার্থী কাজল সিনহা ভোটে জয়লাভ করার আগের মুহূর্তে তিনি করোনা আক্রান্তে মারা জান। ঐ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক শোভন দেব চট্টোপাধ্যায় কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেন, অপর দিকে বিজেপি জয় সাহা কে পার্থী করে। দিনহাটা বিধানসভা বিজেপির প্রার্থী নিশিথ প্রামাণিক লোকসভার সাংসাদ থাকার পর ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়লাভের পরে তিনি ঐ আসনটি ছেড়ে লোকসভা কেন্দ্রে ফিরে যান। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি পার্থী অশোক মণ্ডল কে। শান্তিপুর বিধানসভার পার্থী থাকাকালীন তিনি বিধানসভায় দাঁড়িয়ে ছিলেন পরে তিনি লোকসভা আর ওই আসন খালি হয় সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওদের জন্য টিকিট দেয় শান্তিপুর আসনটি জিতে জগন্নাথ সরকার লোকসভার যাওয়ায় আসনটি খালি হয় পরবর্তী সময়ে এটি উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্রোজোকিশোর গোস্বামী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার কেন্দ্রে 92 কোম্পানির বাহিনী মোতায়েন। গোসাবা 23 কোম্পানি, খড়দা 20 কোম্পানি, শান্তিপুরে 22 কোম্পানি দিনহাটা 27 কোম্পানি।তেরো টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 33 টি আসনে উপনির্বাচন আজ চলছে।