“বাংলা নিজের মেয়েকেই চায়” সাংবাদিক সম্মেলন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম ও দক্ষিণ বিধানসভার বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের উদ্যোগে

“বাংলা নিজের মেয়েকেই চায়” সাংবাদিক সম্মেলন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম ও দক্ষিণ বিধানসভার বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের উদ্যোগে

     

     

     

    সাকিব হাসান, সোনারপুর : দঃ ২৪ পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম এক সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সম্মেলনে তিনি বলেন কেনো বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগান তার বিস্তারিত উন্নয়নের খসড়া দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষকে সুবিধে প্রদান করেছেন, যেমন কন্যাশ্রী প্রকল্প ও রুপশ্রী প্রকল্প এর মাধ্যমে মেয়েরা সাধীন চিন্তা বভানা ও বাল্য বিবাহ রোধ হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

     

    স্বাস্থ্য সাথী প্রকল্পে আছে ৫ লক্ষটাকা বিমা। শবুজ সাথী প্রকল্প বিনা পয়সা সাইকেল দেওয়া হয়েছে ও ৮৫ লক্ষ সাইকেল পেয়েছে। মুক্তির আলো ছাড়া আরো বিভিন্ন প্রকল্প বিধবা ভাতা ১৫ লক্ষ্য মানুষ পেয়েছে এছড়া প্রত্যেক মাসে ১০০০ টাকা পাচ্ছে স্বনির্ভর গোষ্ঠি প্রকল্প বিভিন্ন ধরনের তাই পশ্চিমবঙ্গে শুধু একমাত্রই পরিবর্তন আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    তিনি বিগত ১০ বছরে জনগণের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন ও বিভিন্ন উন্নয়নের জোয়ার এনেছেন এবং তিনি জানান বিরোধিরা যতই সচ্চার হোক পরিবর্তনের পরিবর্তন করার সংকল্প নিয়ে তা বিগত নির্বাচনে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আগামি দিনের জন্য করতে চলেছেন। এবং তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেই মূখ্যমন্ত্রী হিসাবে জনগণ দেখতে চাইছে।