|
---|
নিজস্ব সংবাদদাতা : গত ১লা জুলাই থেকে সরকারিভাবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের নির্দেশিকা। সেই নির্দেশিকা মেনে হাওড়া জেলা জুড়ে গ্রাম ও শহর প্রায় সর্বত্রই সচেতনতার প্রচারে নেমেছে প্রশাসন। এর মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক ক্যারি ব্যাগ সর্বাধিক সমস্যার সৃষ্টি করেছে।কার্যত দেখা যায় এই বর্ষাতে শহর ও শহরতলী বা গ্রামাঞ্চলে, প্লাস্টিক ক্যারিব্যাগ জমে নিকাশি বন্ধ হয়ে এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে আশা করা যায়। তবে সরকারি কঠোর নির্দেশিকা থাকলেও এখন সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়নি।প্রায় দিন ১৫ পার হতে চলেছে। গ্রামের বাজার হাট বা শহরের শপিং মল সর্বোত্তই রমরমা প্লাস্টিকের ব্যবহার। এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের সমর্থনে স্কুল ছাত্রদের নিয়ে পথে নামল হাওড়া পৌরনিগম। বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়, হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম থেকে জিটি রোড ধরে সন্ধ্যা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়।হাওড়া জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, হাওড়া পুরো নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সহ হাওড়া শহরের বিভিন্ন স্কুলের কয়েক শত পড়ুয়া ও পুরো কর্মীরা। হাওড়া শহরেও নিকাশি ব্যবস্থায় সমস্যার মূল উপাদান প্লাস্টিক ক্যারি ব্যাগ। ইতিমধ্যেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার মধ্যেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই বিশেষ পদযাত্রা।