সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে মন্দির থেকে মসজিদ পর্যন্ত সংহতি যাত্রা চাঁচল শহরে

উজির আলী, নতুন গতি, চাঁচল: ১০ জানুয়ারী
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মন্দির থেকে মসজিদ পর্যন্ত সংহতি যাত্রা করল চাঁচলের আওয়াজ নামে একটি অরাজনৈতিক মঞ্চ। শুক্রবার চাঁচলের বারোয়ারী দুর্গা মন্দির থেকে সর্ব ধর্ম-বর্ণ এবং জাতির মানুষদের নিয়ে এই সংহতি যাত্রাটি বের হয় যা গোটা চাঁচল শহর পরিক্রমা করে। পরে চাঁচল জামে মসজিদে গিয়ে শেষ হয়।

জাতীয় পতাকা কে সামনে রেখে সম্প্রীতি যাত্রা( সংবাদ চিত্র)

এদিনের  মিছিলে সব জাতির মানুষ সামিল হন বলে খবর। এই দিন তারা ভারতের জাতীয় পতাকা ও সম্প্রীতির লেখা বার্তা প্ল্যাকার্ড এর মাধ্যমে হাতে বহন করে নিয়ে যান,এবং মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন।
সম্প্রীতি যাত্রায় উপচে পড়া ঢল

উল্লেখ্য, সম্প্রীতি নাগরিক পুঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল গোটা দেশ। চতুর্দিকে তৈরি হয়েছিল হিংসার আঁচ। সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে, মানুষ মানুষের মধ্যে বিভেদ। কিছু কিছু জায়গায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলেও শান্তিপূর্ণভাবে ছিল চাঁচল শহর। এখানে কোন হিংসার আঁচ ছড়ায়নি, মানুষ মানুষের মধ্যে হানাহানি বিভেদ তৈরি হয়নি। তাই চাঁচলের মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে তা নিয়ে তারা আজ এই সংহতি মিছিল করেন বলে জানান আহায়ক অভিজিৎ দাস।