মালদহের চাঁচলে শুরু হল জেলা লোকসংস্কৃতি, আদিবাসী ও নাট্য যাত্রা উত্‍সব

উজির আলী,নতুন গতি, চাঁচল:১০ জানুয়ারী
মালদহের চাঁচলে তিন দিন ব্যাপী শুরু হল লোকসংস্কৃতি, আদিবাসী ও যাত্রা উত্‍সব।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় যাত্রা শিল্পকে বাঁচাতে এবং জেলার লোকশিল্পের বিভিন্ন আঙ্গিককে তুলে ধরতে সারা রাজ্যের সাথে মালদহের চাঁচলেও তিন দিন ব্যাপী শুরু হল লোকসংস্কৃতি আদিবাসী ও নাট্য যাত্রা উত্‍সব। চাঁচলের সিদ্বেশ্বরী ষ্কুলের মাঠে শুরু হল তিনদিন ব্যাপী এই উত্‍সব। শুক্রবার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে যাত্রা উত্‍সবের উদ্বোধন করেন মালদা জেলাপরিষদ সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।

প্রদীপ প্রজ্জলনে প্রশাসনিক অাধিকারিকগন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমাশাসক সব্যসাচী রায়, মালদা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বত সাহা,চাঁচল~ ১ নং বিডিও সমীরণ ভট্টাচার্য্য,কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, অতিরিক্ত জেলা শাসক অরুন কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। তিনদিন ব্যাপী এই লোকসংস্কৃতি ও যাত্রা উত্‍সবে স্থানীয়, আঞ্চলিক ও যাত্রাপালা, জেলার বিভিন্ন লোকশিল্পের নানান অনুষ্ঠান যেমন খনপালা, মুখানৃত্য, রঙপাঁচালি, বাউল, ভাটিয়ালি প্রদর্শিত হবে।

মূলত জেলার লোক শিল্পের বিভিন্ন আঙ্গিকগুলোকে তুলে ধরার পাশাপাশি জেলার যাত্রাদলগুলোকে বাঁচানোর এই প্রয়াস বলে জানিয়েছেন মালদা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতি সাহা। প্রত্যন্ত এলাকার লোকশিল্পীদের এই ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁচল মহকুমার লোকশিল্পীরা। তাঁরা এই লোকশিল্প ও যাত্রা উত্‍সবের ফলে ভীষণ উপকৃত হবেন বলে জানিয়েছেন শাশ্বতি সাহা। 

সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলে এদিনের বক্তব্যে বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের লোকশিল্পী, নাট্যশিল্পী ও যাত্রাশিল্পীদের সাহায্য ও স্বীকৃতি দিতে নানান উদ্যোগ গ্রহন করেছেন। শিল্পীদের আর্থিক ভাতা প্রদান থেকে শুরু করে পরিচয়পত্র প্রদান ও বিভিন্ন সময়ে নানান প্রশিক্ষণের ব্যাবস্থাও করেছেন। এর ফলে গ্রামেগঞ্জে দিনে দিনে বেড়ে চলেছে লোকশিল্পের প্রসার।

এবার রাজ্যের লোকশিল্পের নানান আঙ্গিককে তুলে ধরতে ও যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার। শত শত লোকশিল্পী ও যাত্রা শিল্পীদের উত্‍সাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হল মালদা জেলার চাঁচলের লোকশিল্প ও আদিবাসী যাত্রা উত্‍সব।