|
---|
এ.এস.এম মিনহাজুল, নতুন গতি, সিঙ্গাপুর:
গত বৃহস্পতিবার খুব সকালে সিঙ্গাপুরের একটি হোটেল যার নাম ‘দি কারলটন হোটেল’,একটি ভয়াবহ বিস্ফোরণ এর সম্মুখীন হয়।বিস্ফোরণের ফলে হোটেলে আগুন লেগে যায়।
হোটেল সূত্রে জানা যায় যে এই বিস্ফোরণ কোন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়,বিদ্যুৎবাহী তারে সংযোগের গোলমালের কারণেই এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় হোটেলে প্রায় এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায় সবাইকে সুরক্ষিত ভাবেই হোটেলের বাইরে আনা হয়েছে।নিহতের কোন খবর নেই,কিছু জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বাকিদের চিকিৎসা চলছে।