সাহিত্যের অচলায়তন ভাঙার স্পর্ধা নিয়ে পূর্ণজন্ম পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা :২০১০ সাল কলেজের একদল ছাত্রের সমাজের জন্য কিছু করবার ভাবনা কে বাস্তবায়িত করবার প্লাটফর্ম হিসাবে জন্ম নিয়েছিলো We are The Common People, আর তার সাংস্কৃতিক কর্মকান্ডের আধার হয়েছিল পদক্ষেপ। মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায় এর মতো তৎকালীন সাংস্কৃতিক জগতের দিকপালরা সমৃদ্ধ করেছিলেন পদক্ষেপ কে। তারপরের একদশক নানা ভাঙা গড়ার সাক্ষী থেকেছে পদক্ষেপ, মাঝে মাঝে নিস্তব্ধ হয়েগেলেও আবার জেগে উঠছে ফিনিক্স পাখির মতো। আজ সাময়িক বিরতির পর আবার পদক্ষেপ ফিরে এলো তার স্বমহিমায়। নন্দনের অবনীন্দ্র সভাঘরে পদক্ষেপ এর পূর্ণজন্ম ঘোষণা করলেন আশীষ বসাক ও শুভজিৎ দত্তগুপ্ত। নতুন নাম পদক্ষেপ দ্য স্টেপস। পুরোনো ভাবে পত্রিকা প্রকাশনার পাশাপাশি অনলাইন এও থাকবে পত্রিকা টি।আগামী ২৫জুন বাঙুরের মুক্ত মঞ্চে হবে ওয়েবসাইট এর আনুষ্ঠানিক প্রকাশ। সাংবাদিক আশীষ বসাক, কবি সুদীপ্তা রায় চৌধুরী ও সমাজকর্মী শুভজিৎ দত্তগুপ্ত র সম্পাদক মন্ডলী পরিচালনা করবে এই সাহিত্য পত্রিকা টিকে।