|
---|
মালদা: সোমবার সন্ধ্যায় ঘরে ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকায়। বিশ্বজিৎ দাস নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বজিতের মা আলপনা দাস এই ঘটনায় শহরেরই রামকৃষ্ণ মিশন এলাকার এক যুবক গৌরব চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আলপনা দেবীর অভিযোগ, এদিন সন্ধ্যা নাগাদ চৌধুরী দলবল নিয়ে এসে তাদের বাড়িতে ঢোকে। তাঁরা প্রথমে তাঁর বৃদ্ধ স্বামী এবং তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার ছোট ছেলে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করে এবং শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে। পরে ফের তাঁরা বাড়িতে চড়াও হবে বলে হুমকি দিয়ে চলে যায়। টাকা পয়সা সংক্রান্ত কোন ঘটনা এর পেছনে থাকতে পারে। আলপনা দেবীর দাবি, ওই যুবকরা চলে যাওয়ার পরেই তার ছোট ছেলে বিশ্বজিৎ দাস নিজের ঘরে ঢুকে এবং গলায় ফাঁস দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে বিশ্বজিৎকে উদ্ধার করে এবং মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিশ্বজিতের মেজদা সান্টু দাসের অভিযোগ, গৌরব চৌধুরী ও তার দলবলের মারধর এবং হুমকির জেরেই তাঁর ভাই আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।