পুলিশ ক্যাম্পের 100 মিটারের মধ্যে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

মালদা: চাঁচলে পুলিশ ক্যাম্পের ১০০ মিটারের মধ্যে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কারা ওই বোমাগুলি রেখেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাহারবাদ গ্রামে একটি পুকুর পাড়ে ব্যাগটি দেখতে পান কয়েকজন গ্রামবাসী ৷ ব্যাগের বাইরে কয়েকটি বোমাও পড়েছিল বলে জানা গিয়েছে ৷ সেই সঙ্গে পাশে একটি প্লাস্টিকের বস্তাও পড়েছিল ৷

    সামনের পুলিশ ক্যাম্পে জানাতে পুলিশ কর্মীরা সেখানে যায় ৷ তবে, অন্ধকার থাকায় সেই ব্যাগ ও বস্তায় হাত দেয়নি পুলিশ ৷ তাঁরা এলাকাটি ঘিরে দেয়৷

    আজ সকালে ব্যাগটি থেকে উদ্ধার হয় ৫৪টি বোমা। বম্ব স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷ চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক জানান ‘‘বোমাগুলি বেশ কিছুদিনের পুরনো ৷ সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ৷ কে বা কারা সেখানে বোমাগুলি রেখেছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷’’