|
---|
শিলিগুড়ি: শেষ রক্ষা হল না, মৃত্যুর কোলে ঢলে পরল জান্নাতুন। ভুল চিকিৎসার কারণে দীর্ঘ সাত বছর ধরে পঙ্গু ছিল সে। তার পরিবারের তরফ থেকে চিকিৎসার ত্রুটি রাখা হয়নি। তার পরেও শেষ রক্ষা হল না। 2015 সালে শিশুসাথী প্রকল্প এর শিবির বসেছিল জান্নাতুন এর স্কুলে।
স্বাস্থ্য শিবিরে তাকে পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, হূদযন্ত্রের সমস্যা রয়েছে। এছাড়া চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরপর তাকে শিলিগুড়ি মাটিগাড়া হিমাচল বিহার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর দেখা যায় তাঁর শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। একেবারে পঙ্গু হয়ে যায় সে। এরপর ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এমনকি কোর্টে এই বিষয় নিয়ে মামলা করা হয় তার পরিবারের পক্ষ থেকে। সেই মামলা এখনো চলছে।
2019 সালে তাকে তার বাবা কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান চিকিৎসা করার জন্য। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা করার পর জানানো হয় সে আর ভালো হবে না। এরপর জান্নাতুনকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, এখানেই তার চিকিৎসা চলছিল। দিন তিনেক আগে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি, একেবারে ভুল চিকিৎসার জন্য ঝরে পড়ল একটি তরতাজা প্রাণ।