ক্যান্সারে আক্রান্তর পাশে দাঁড়ালেন বিধায়ক নীরজ জিম্বা

দার্জিলিং: অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করে ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধ সুকমায়া তামাঙের পাশে দাঁড়ালেন বিধায়ক নীরজ জিম্বা। মিরিকের বাসিন্দা বৃদ্ধ সুকমায়া তামাং গত কয়েকদিন ধরে ইডেনের দার্জিলিং জেলা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ৮৫বছর বয়সী সুকমায়া তামাংকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলে তার পরিবার মিরিকে আশ্রয় নিয়ে তার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয়। অসুস্থ সুকমায়া তামাং-এর নাতনি সোনু সুব্বা তাদের দার্জিলিঙে পৌঁছে দিতে সাহায্যের জন্য বিধায়ক নীরজ জিম্বার সাথে ফোনে যোগাযোগ করেন। এরপর দার্জিলিং জেলা হাসপাতালে পৌঁছানোর পরে বিধায়ক নীরজ জিম্বা তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দেন এবং অক্সিজেন সিলিন্ডারও সরবরাহ করেন।

    সোনু সুব্বা বলেন, “আমি বিধায়ক নীরজ জিম্বাকে সাহায্যের জন্য ডেকেছিলাম এবং তাকে সাহায্য করতে বলেছিলাম। তিনি আমাকে একটি অক্সিজেন সিলিন্ডার এবং একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন যাতে বাড়িতে পৌঁছানো যায়। আমি কৃতজ্ঞ এবং আমি একটি ভিডিও বার্তায় তাকে ধন্যবাদ জানাতে চাই।”