গ্রামীণ শিক্ষা প্রসারে প্রান্তজন

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : প্রান্ত জনের উদ্যোগে দেগঙ্গা থানার অন্তর্গত বেলিয়াখালি গ্রামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান সহজপাঠ দ্বিতীয় বর্ষে পা দিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণি নিয়ে মোট চারটি বিভাগ। অশিক্ষার অন্ধকার দূর করে ইতোমধ্যে সহজপাঠ শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী সংখ্যা ১০০ জন। অভিভাবকরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হলেও তাদের সন্তানদের শিক্ষা দিতে অনেকেই এগিয়ে আসছে। শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাদানের প্রশিক্ষণ দিতে আসছেন পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক ও শিশু শিক্ষার বিষয়ে বিশেষজ্ঞ দেবব্রত মুখোপাধ্যায় স্যার। সম্প্রতি শিশুদের মায়েদের সাথে লেসন প্লান নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মিটিং ছিল। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে ডাক্তার রউফ মোল্লা।