|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রায় ১২ বছর থেকে দৃষ্টিহীন সাগরদিঘীর নজরুল ইসলাম।আজও পথ চেয়ে বসে আছে দৃষ্টি পাওয়ার আসায়, বহু চক্ষু চিকিৎসক কে দেখিয়েও ফিরে পায়নি দৃষ্টি। এখন একমাত্র উপায় কোন সহৃদয় ব্যক্তি যদি চক্ষু দানে এগিয়ে আসেন তবেই সে দৃষ্টি ফিরে পাবে।আমরা যেমন এখন রক্তদানে অনেকেই সচেতন হয়েছি অনেকেই মুমূর্ষু রোগের প্রাণ বাঁচাতে রক্তদানে ছুটে আসছি, কিন্তু রক্তদানের মতোই আরও একটি গুরুত্বপূর্ণ দান যা অন্যের দৃষ্টি ফিরে পেতে পারে মরণোত্তর চক্ষু দানll
নজরুল ইসলাম এর মতো হাজারও দৃষ্টিহীন ব্যক্তি আমাদের দেশে রয়েছে। কিন্তু আমরা একটু ভাবলেই হয়তো অনেক দৃষ্টিহীন মানুষকে দৃষ্টি ফিরিয়েদিতে পারি। তাই আসুন আমরা মরণোত্তর চক্ষুদান করে। একজন দৃষ্টি হীন ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে দিতে সহযোগিতা করি।
মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরের বাসিন্দা অমানুল্লা ও মুসবেরার বিবির বড় ছেলে, নজরুল ইসলাম ৫ভাই বোনের মধ্যে বড়ো ছেলে, দরিদ্র পরিবারের একমাত্র সম্বল নজরুল ইসলাম। অকালেই চোখ হারিয়ে আজ অনাহারে নজরুল ইসলাম। তার ইচ্ছে কোন সহৃদয় ব্যক্তি যদি চক্ষু দানে এগিয়ে আসেন আমি কৃতজ্ঞ থাকবো।