জন্মদিনকে সামনে রেখে ক্যান্সার রোগীদের জন্য মাথার চুল দান করলেন ক্লাস সেভেনের ছাত্রী আদৃতা মল্লিক

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: জন্মদিনকে সামনে রেখে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের গোলকুঁয়াচকের বাসিন্দা মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী আদৃতা মল্লিক।তিনি ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে এই কাজটি করলেন।গাইড লাইন মেনে বুধবার নিজের চুল কেটে বৃহস্পতিবার সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যার তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়। আদৃতা এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের তেরো ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে। বাবা-মায়ের একমাত্র সন্তান আদৃতা বাবা-মায়ের সাথে মেদিনীপুর শহরের গোলকুঁয়া চক সংলগ্ন এলাকায় নিজেদের ফ্লাটে থাকেন।

    বাবা জয়ন্ত মল্লিক পেশায় ঠিকাদার এবং মা সুচন্দ্রা মল্লিক একজন গৃহবধূ। আদৃতা জানালেন,ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি ও গর্বিত।পাশাপাশি তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েন।মেয়ের এহেন কাজে খুশি আদৃতার বাবা জয়ন্ত মল্লিক, ,মা সূচন্দ্রা মল্লিক সহ আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।ছাত্রীর এই কাজে খুশি ডিএভি স্কুল কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য এই জন্মদিনকে সামনে রেখে গত বছরের মতো এবারও মল্লিক পরিবারের উদ্যোগে এবং মেদিনীপুর ছাত্র সমাজের সহযোগিতায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ই এপ্রিল । উল্লেখ্য আগামী ১৮ই এপ্রিল আদৃতার জন্মদিন।