গলসিতে কোরআনের মেহেফিল থেকে নবী করিমের নীতি আদর্শে জীবন গড়ার ডাক

নতুনগতি : আজিজুর রহমান:- গলসির শিড়রাই গ্রামের উত্তর পাড়ায় ধর্মীয় জলসা আয়োজন করেলেন গ্রামের মানুষজন। যেখানে ছয় সাত হাজার মানুষ দ্বীনের কথা শোনার জন্য আসেন। তাছাড়াও জলসা থেকে ভাতৃত্ব বোধ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন ধর্মীয় আলেমগন। পাশাপাশি সকল ধর্মের মানুষের সাথে মিলে মিশে পথ চলার বার্তা দেওয়া হয়। পবিত্র কোরআন পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। শেষে দেশ ও বিশ্বের সকল নরনারীর জন্য দুয়া খায়ের করা হয়। এদিনের অনুষ্ঠান থেকে বিশ্বনবী হজরত মহম্মদ সা. আলাহি ওয়া সাল্লামের নীতি আদর্শ জনসম্মুখে তুলে ধরেন সকল আলেমগন। উপস্থিতি ছিলেন, জনাব মৌলানা শওকত আলি, জনাব মৌলানা মুফতি নাসিরুদ্দিন চাদপুরী এবং জনাব মৌলানা ইবাদুর রহমান সহ অনেকে। মৌলানা ইবাদুর রহমান বলেন, একমাত্র নবী করিমের মতো উত্তম নীতি ও আদর্শ আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। যনি সমগ্র মানব জাতির উদাহরণ ও রহমত।  আল্লাহ রব্বুল আলামিন সকল কওমদের মতোই আমাদের একবার দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আমাদের নেক আমলের দ্বারা সব পরীক্ষায় পাস করে ফিরে যেতে হবে সেখানে। যেখা‌নে অনন্ত অসীম কাল থাকবো। তাই আমরা সকলেই আল্লাহর সকল বিধান ও নবী করিমের সকল মেনে চলবো। নবী আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো। শিড়রাই গ্রামের যুবকরা গান বাজনা ভুলে ধর্মীয় জলসা করায় তাদের ওই কাজের প্রশংসা করেছেন বহু মানুষ।