|
---|
সাকিব হাসান,জয়নগর: জয়নগর বকুলতলা জমিয়ত উলামা হিন্দের তত্ত্বাবধানে, বেলে দূর্গানগর অঞ্চল জমিয়তের আহবানে ইসলাহে মোয়াশারা (সমাজ সংস্কার মূলক) সভা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা শওকত আলী সাহেব দামাত বারাকাতুহু সহ অন্যান্যরা। এদিন হাজারের অধিক মানুষের উপস্থিতি একথা প্রমান করে বকুলতলা জমিয়ত উলামায়ে হিন্দ, মুফতি আমিরালি সাহেবের নেতৃত্বে দুর্গম গতিতে এগিয়ে চলছে। বকুলতলা জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আমির আলী সাহেব বলেন যে, আমরা দেশ ও জাতির জন্য নিয়জিত প্রাণ, তা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। রাজনীতি মুক্ত জমিয়াত-জাতীয় ঐক্য ও সাম্য মৈত্রী সমাজ কিভাবে গড়তে হয়।