| |
|---|
সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমানের গুসকরা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মঙ্গলবার মৃত্যু হয় ২ ব্যক্তির।মৃত দুই ব্যক্তির নাম দিলীপ বাউরী বয়স ৫০ ও অতনু মন্ডল বয়স ৫৬ বছর। বাড়ি বর্ধমানের আউস গ্ৰামের ভাল্কি গ্ৰামে। স্থানীয় সূত্রে জানা যায় বর্ধমান ভায়া গলসী রুটে একটি যাত্রীবোঝাই বাস অভিরামপুরের দিকে যাচ্ছিলো। ওই সময় অভিরামপুর প্রেটল পাম্প থেকে বাইক নিয়ে বের হচ্ছিল দিলীপ ও অতুন। হঠাৎই যাত্রী বোঝাই বাসের সামনে বাইকটি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় আউসগ্ৰাম ভালকি গ্ৰামের দুই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয় উত্তেজনার।এই ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে আসে পুলিশ বাহিনী।


