|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর:-লটারিতে এক কোটি টাকা পেলেন এক পানের দোকানদার, ঘটনায় আনন্দে আত্মহারা জঙ্গিপুর মহাকুমার রঘুনাথগঞ্জে থানার মির্ধাপারার সামিউল শেখ,টাকা পেয়ে আনন্দের পাশাপাশি চিন্তিত ওই পানের দোকানদার সামিউল।রাতে জঙ্গিপুরের ৪৫০ টাকার টিকিট কেটে এই টাকা পান তিনি। জানা গিয়েছে বুধবার জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকায় টিকিট কাটেন ওই পানের দোকানদার। রাতে টিকিটের টাকা মিলতেই এলাকায় হৈ চৈ শুরু হয়,আনন্দে আত্মহারা হয়ে উঠেন তিনি,খবর ছড়িয়ে পড়তেই,বাড়িতে ভিড় জমান এলাকার স্থানীয় মানুষ জন,বিষয় টি জানা নো হয় থানাতে। যদিও কোটি পটি হয়েও,তিনার জীবিকা নির্ভর করা সেই পুরানো পানের, ঘুন্টি দোকানই চালাতে চান সামিউল।আগামী দিনে পরিবারের হাল ফেরানোর সাথে সাথে,বড়ো ব্যাবসা করার কথা জানিয়েছেন তিনি,এবং সেই টাকা থেকে তিনার তিন কন্যার শুভ বিবাহর কাজ সম্পূর্ণ করবেন বলে জানান তিনি।