মুর্শিদাবাদের সুতীর দেবীপুরে নিরীহ চাষিদের উপর বিএসএফের নিয়মিত অত্যাচারে ক্ষুব্ধ গ্রামবাসী ,পাশে বাংলা সংস্কৃতি মঞ্চ

    মিজনুল কবির, ১০ ই এপ্রিল ,মুর্শিদাবাদ ঃ মুর্শিদাবাদের সুতীর দেবীপুরে নিরীহ চাষিদের উপর বিএসএফের নিয়মিত অত্যাচারে ক্ষুব্ধ গ্রামবাসী ,পাশে বাংলা সংস্কৃতি মঞ্চ । ঘটনাটি ঘটেছে আজ ভোরবেলায়।
    প্রতিদিনের মতো চাষিদের বাংলাদেশ সীমা সংলগ্নস্থিত নিজস্ব চাষের জমিতে যেতে হয় বিএসএফের কাছে অনুমতি নিয়ে। বিগত কিছুদিন ধরে চাষিদের ঊপর জোর করে বালি ভরাট করা ,ছাঊনি বানানো সহ একাধিক কাজ কার্যত ধমক দিয়ে করিয়ে নেওয়া হয় এমন্ টাই অভিযোগ উঠল বিএস এফের বিরুদ্ধে ।

    কামাল হোসেন , টুটুল মন্ডল কিংবা আমির হোসেন সহ পঞ্চাশ জন গ্রামবাসী পেশায় চাষি ।তাদের সব্জী সকাল সকাল মান্ডিতে নিয়ে যেতে হয়। আজ বুধবার ভোরবেলা বিএসএফ জওয়ানরা প্রতিদিনের ন্যায় বালি ভরিয়ে নেওয়ার কথা বললে চাষিরা সাফ জানায় তারা করবেন না কেনোনা তাদের সকালের সব্জী মান্ডি ধরতে হবে ।

    পরক্ষণেই দেখে নেবার হুমকি দিয়ে মারধর করা হয় কামাল হোসেনকে ,বালিতে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। অকথ্য ভাষায় পঞ্চাশ জন চাষিকে গালিগালাজ করা হয়। নাম না করে এক গ্রামবাসি জানান ” বিএস এফ জওয়ানদের সীমার কাছে থাকবার কথা কিন্তু তারা নদীর এপারে গ্রামের দিকে দীর্ঘদিন ধরে আছেন “।

    বিএস এফ ক্যাম্পের অভিমুখে চাষিরা

    গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় জন প্রতিনিধিদের অভিযোগ জানালে প্রতিবারের ন্যায় কার্যত ব্যাপার গুলোকে ধামাচাপা দেওয়ার মতো করে মিটমাট  করে নেওয়া হয়। নতুন গতির তরফে যোগাযোগ করা হলে বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে পাশে থাকার বার্তা জানিয়ে সামিরুল ইসলাম জানান ” আমরা সবসময় গ্রাম বাসীদের পাশে আছি প্রয়োজনে আমরা সরকারের কাছে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো “।