মোথাবাড়ির বাঙ্গিটোলায় গঙ্গা ভাঙ্গন দুশ্চিন্তা ও ভয়াবহতায় এলাকাবাসী

 

    নতুন গতি,মোথাবাড়ি : মালদার মোথাবাড়ি থানা এলাকার বাঙ্গিটোলায় দীর্ঘ ১৬ বছর পর নতুন করে গঙ্গার ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়েছে। কয়েকশো মিটার ভাঙ্গন হলেও ঘরবাড়ি ক্ষয়ক্ষতির খবর নেই। তবে এলাকায় রয়েছে চাপা আতঙ্ক। স্থানীয় কৃষ্ণ মন্ডল, শ্যামল মন্ডল বলেন, গঙ্গার ভাঙ্গন অভিজ্ঞতা রয়েছে আমাদের। এক বিশাল সমস্যা।

    মঙ্গলবার বিকেলে ভাঙ্গন কবলিত কালিয়াচক ২ নং ব্লকের বাঙ্গিটোলা বালুফাররা ও পূর্ব গোলক টোলা বাঁধ সংলগ্ন ভাঙন এলাকা পরিদর্শন করলেন সংশ্লিষ্ট ব্লকের বন ও ভুমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাদক্ষ আমিনুর আলম ওরফে লিপু তিনি এই ভাঙ্গন নিয়ে উদবেদ প্রকাশ করেছেন। স্বাভাবিক ভাবে গঙ্গার ভাঙ্গনকে বিশ্বাস করতে পারছেন না এলাকার বাসিন্দারা। নদীর পাশে ক্রমান্বয়ে ৫-৬ জন করে ভাঙ্গন আতঙ্কে রাত জাগছেন। আমিনুর আলম এলাকা পরিদর্শনের পর ভাঙ্গন সমস্যার কথা ব্লক ও জেলা প্রশাসনের কাছে তুলে ধরবেন ও স্থায়ী মেরামতের দাবী জানাবেন জানিয়েছেন বনভূমি সংস্কার কর্মদক্ষ আমিনুর আলম।