|
---|
নূর আহমেদ : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ , মেমারি১ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি, মেমারি বইমেলা কমিটির সদা হাস্যজ্জ্বল, নিরহংকারী, খেলা পাগল , ক্রীড়া সংগঠক, দায়িত্বসচেতন, শৃঙ্খলাপরায়ন, নিয়মানুবর্তী , গৌর প্রসাদ ঘোষ আজ দুপুরে করোনা মুক্তি পেলেও, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ! প্রায় ৪০ দিন আগে করোণা আক্রান্ত হয়েছিলেন। মাঝে শ্বাস কষ্ট হওয়ার জন্য কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। দুঃখজনক খবর। আরো দুঃখজনক উনি যেহেতু হাসপাতাল থেকে ছাড়া পান নি, তাই দেহ দান করে গেলেও, তা আর সম্ভভ হচ্ছে না। কোভিভ প্রটোকল মেনেই সরকারি ভাবে ওনার দেহ পরিবারের সদস্যদের দেওয়া হবে না। ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সমবেদনা জানাই ওনার দুই পুত্র, বড় দাদা, ও অন্যান্য সদস্যদের প্রতি।