সুশান্ত সিং রাজপুতের মামলায় সিবিআই তদন্ত নির্দেশ সুপ্রিম কোর্টের

 

    নতুন গতি ওয়েব ডেস্ক : ১৪ জুন রবিবার আত্মহত্যা করেন তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। পিকের স্বনাম ধন্য অভিনেতার ঝুলন্ত দেহ ওনার নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় । মৃত্যুর কারন বোঝা যায়নি অনুমান করা যাচ্ছিলো মানষিক অবসাদ থেকেই এই আত্মহত্যা।

    বলিউডে উল্কার মতো উত্থান সুশান্ত সিংহের। ছোট পর্দা থেকে লম্বা লাফ বড় পর্দায়। বলিউডে তাঁর প্রথম ছবিই সাড়া ফেলে দিয়েছিল- কাই পো চে। ছোট পর্দায় যখন কাজ করতেন তখনই স্নেহের পাত্র ছিলেন সকলের কাছে। বলিউডেও বিগ বি থেকে শুরু করে প্রযোজক পরিচালকদের খুবই কাছের ছিলেন সুশান্ত। ওনার মর্মান্তিক মৃত্যুতে শোকার্ত হয়েছিলো বলিউড সহ সারা দেশ।

    সুশান্তের ১৯৮৬ সালে বিহারের পাটনায় জন্ম তাঁর, বয়স মাত্র ৩৪ বছর। পড়াশুনা শেষ করে মুম্বই চলে এসেছিলেন তিনি।ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ে তার বরাবরই আগ্রহ ছিল। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ও ‘পিকে’ ইত্যাদি হলো তার অন্যতম অভিনীত ছবি।

    সবার এত প্রিয় হওয়ার সত্ত্বেও ওনার আত্মহত্যা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছে তাই এবার ওনার আত্মহত্যার CBI তদন্তের নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।
    আজকে সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্তে জানান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতেই তুলে দেওয়া হলো ।

    আজকে নিজেদের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের যে আর্জি বিহার সরকার করেছে, সেটা সম্পূর্ণ বৈধ। তাই এই আবেদনের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার যে আবেদন করেছে তার যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার আর কোনও আবেদন করতে পারবে না। বরং সিবিআইকে তদন্তের সব কাজে সাহায্য করতে হবে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশকে।