|
---|
পশ্চিম মেদিনীপুর, নারায়ণগড়: বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুনারপুর গ্রামে মদ্যপ অবস্থায় দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত ব্যক্তির নাম গুরুপদ বক্তা (৪৩)। সূত্রের খবর, মৃত গুরুপদ ভোক্তা পেশায় দিনমজুর শ্রমিক ছিলেন। প্রতিদিনের মতো বুধবারও বাইরে কাজের শেষে মদ্যপান করে বাড়ি ফেরে। তারপরই ভাই বিবেক বক্তার সঙ্গে পারিবারিক ব্যাপার নিয়ে বচসা জড়িয়ে পড়ে, বচসা হাতাহাতিতে পৌঁছে যায়।
তারপরই দাদাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে ভাই বিবেক ভোক্তা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদা গুরুপদ বক্তার। ঘটনার পরে স্থানীয়রা খবর দেয় নারায়ণগড় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত গুরুপদ ভোক্তার স্ত্রী লক্ষ্মী ভোক্তা তার স্বামীকে খুন করার অভিযোগ দেওরের বিরুদ্ধে দায়ের করে নারায়ণগড় থানায়। রাতেই পলাতক হয়ে যায় বিবেক ভোক্তা সারারাত এলাকায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার বিবেক ভোক্তা কে গ্রেপ্তার করে নারায়ণগড় থানার পুলিশ এবং তাকে আদালতে তোলা হয় ।পুলিশ সূত্রে খবর নিত গুরুপদ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।