সহিদুলের লেখায় রিজভীর গাওয়া গান ‘কি হারাইলাম’ মুক্তি পাচ্ছে ৬ ই ফেব্রুয়ারী

নতুন গতি ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতে সহিদুল ইসলাম এর লেখা গানে, বাংলাদেশের বর্তমান সময়ের উদীয়মান কণ্ঠ শিল্পী এম এইচ রিজভী গেয়েছে ” কি হারাইলাম ” শিরোনামে। গানটি প্রকাশ পাবে – MNP Music Bangla চ্যানেল থেকে। Tune – সাহিদ আনোয়ার, music- আহম্মেদ সাজিব। Edit &Color – সোহাগ খাঁন সেখ। মডেল হিসেবে দেখা যাবে বাংলাদেশের ফাইরাজ অনেক, নিতু ইসলাম ও শিমুল খাঁন রাজ। ভিডিও পরিচালনার দায়িত্বে এম এইচ রিজভী নিজেই। Lyricist সহিদুল ইসলাম জানায় – এই গানটি মানুষের মন ছুঁয়ে যাবে। এই গানটি মানুষের মনে ব্যাপক সাড়া ফেলবে বলেও আশাবাদী। দুই বাংলার মেলবন্ধন ঘটানো তার একটি স্বপ্ন বলেও জানা যায়।