|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: জেলার গ্রামীণ এলাকার সাধারন মধ্যবিত্তে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য পরিষেবায় “চলমান চেম্বার” ঘুরছে এখন বীরভূমের গ্রামে গ্রামে। সারাদিন রোজগারের সন্ধানে কাজ করে রাতের বেলায় যে সময়ে শ্রমজীবী মানুষ সব কাজ থেকে বিশ্রাম পান সেই সময়েই চলমান চেম্বার পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করতে তাদের বাড়ির দরজায়। যার নাম দেওয়া হয়েছে নাইট হেল্হ ক্যাম্প।
গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর এ এক অভিনব উদ্যোগ নিয়েছে সিউড়ীর বেশ কিছু যুবক যুবতী। এই অতিমারি সময়ে শ্রমজীবী মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে “চলমান চেম্বার” চলে যাচ্ছে তাদের বাড়ীর দরজায়। বীরভূমের সিউড়ি সন্নিহিত এলাকায় উপহার ওয়েলফেয়ার সোসাইটির ফেবার ক্লিনিক অন হুইলস-
চলমান চেম্বার নাইট হেলথ ক্যাম্প আয়োজন করেছে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে। সংস্থার পক্ষে প্রিয়নীল পাল জানান,দিন আনা দিন খাওয়া প্রান্তিক কৃষক, শ্রমিক, মজুররা যেহেতু এখন সকাল থেকেই মাঠের কাজে ব্যস্ত তাই তাদের সুযোগ সময়ে রাত্রিতে এই ক্যাম্প তারা আয়োজন করেছেন। যাতে তারা সবাই স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। যা সম্পূর্ন বিনামূল্যে। চিকিৎসক হিসেবে রয়েছেন সিউড়ি সদর হাসপাতালের জিষ্ণু ভট্টাচার্য ও হাসপাতালের টেকনিশিয়ানরা। এই শিবিরে প্রতিটা মানুষের প্রেসার,সুগার, অক্সিজেন টেস্ট সহ করোনা সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে ।
চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য জানান, রাত্রি কালীন এই ক্যাম্প সত্যিই খুব উপকারী, গ্রামের মানুষজন সারাদিন নানান কাজে ব্যস্ত থাকেন তাই অনেক সময়েই তারা ডাক্তার দেখানো থেকে বিরত থেকে যান। তাই রাতের বেলায় চলমান চেম্বারের এই উদ্যোগ খুবই কার্যকরী। এই ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষের সুগার, ছাড়াও জ্বর, দীর্ঘদিনের গায়ে হাতে ব্যাথা মতো লক্ষণ দেখা যায়। যার চিকিৎসা করা হয়। এই শিবিরে প্রতিদিন ৮০-১০০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চলছে সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত।