স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সরঞ্জাম প্রদান,রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার রাজনগর ব্লক এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সরঞ্জাম প্রদান করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। জানা যায়, মিশনে ক্যালকাটা অনলুসের আর্থিক সহায়তায় ও রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় রাজনগর ব্লক অফিস চত্বরে শুক্রবার এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্টানের মাধ্যমে। রাজনগর ব্লকের মোট পাঁচটি অঞ্চলের যেসব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন, যারা শারীরিক অক্ষমতার কারণে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারেন না তাদের সুবিধার্থে রাজনগর বিডিও ও পূর্ত কর্মাধ্যক্ষের উপস্থিতিতে এইসব ট্রাইসাইকেল ও হুইল চেয়ার গুলি বিতরণ করা হয়। রিওয়ার্ডের সভাপতি রাজু রায় জানিয়েছেন রাজনগর ব্লক এর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত,রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ধনঞ্জয় মন্ডল, রিওয়ার্ড এর সভাপতি রাজু রায়,সংস্থার কর্মী খান আরশাদ, এমেল হেমরম, রতন টুডু, বুধন টুডু সহ অন্যান্যরা। রাজনগরের বিডিও শুভদীপ পালিত ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধক্ষ সুকুমার সাধু রিওয়ার্ড এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য এদিন রাজনগর ব্লক এলাকার ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ বিতরণ করা হয় বলে স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রাজু রায় এক সাক্ষাৎকারে জানান।