|
---|
নতুন গতি নিউজডেস্ক :করনা মহামারীর কারণে আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি , এবং এই মহামারিতে বর্তমান পরিস্থিতিতে আমাদের বয়স্ক মানুষেরা সবথেকে বেশি বিপদের সম্মুখীন । রাজনগর ব্লক এ হেপ্ল এইজ ইন্ডিয়ার অধীনে যে সকল বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেই সকল গোষ্ঠীতে হেলপেজ ইন্ডিয়া এর তরফ থেকে এককালীন কিছু অর্থ তাদের ব্যাংকের একাউন্টে সরাসরি জমা করে দেওয়া হয়েছে , যে অর্থ দিয়ে বয়স্ক দুস্থ মানুষগুলো যাতে তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস তারা নিজেরাই কিনে নিতে পারেন । এবং এই বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী গুলির মাধ্যমে একটি বয়স্ক মানুষ যাতে অপর একটি বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে পারে তারই প্রচেষ্টার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি ।
বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী গুলি ব্যাংক থেকে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে নিজেদের মধ্যে বন্টন এর কাজ শুরু করেছে ইতিমধ্যে ।