“তাজমহলের অন্দরে অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি” ঘর খোলার দাবিতে আদালতে বিজেপি নেতা রাজনীশ সিং

দেবজিৎ মুখার্জি: “তাজমহলের অন্দরে অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি” এমনই চাঞ্চল্যকর দাবি করলেন উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রজনীশ সিং।

    এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে পিটিশন দায়ের করে তিনি জানান “তাজমহলের অন্দরে ২০টি ঘর বন্ধ করা রয়েছে। সেখানে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি এবং সনাতন ধর্মের নিদর্শন লুকিয়ে রাখা আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ওই ঘরগুলি খোলার জন্য নির্দেশ দিক আদালত। তাহলেই সত্যিটা সামনে আসবে।” পাশাপাশি, তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন যেনো এই বিষয়ে রাজ্য সরকার একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

    প্রসঙ্গত, তাজমহল ধ্বংস করে দেওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ বিনয় কাটিহার। তাঁর সাফ কথা, তাজমহল নয়, আগ্রায় যমুনার তীরে একমাত্র আগের তেজোমহলেরই অস্তিত্ব থাকা উচিত।