রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তথ্য তুলে ধরে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

দেবজিৎ মুখার্জি: ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রান্নার গ্যাসের মূল‌্যবৃদ্ধি নিয়ে তথ্য তুলে ধরে আক্রমণ করলেন মোদি সরকারকে।

    একটি টুইটের মাধ্যমে তিনি জানান “২০১৪ সালে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এক সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৪১০ টাকা। সরকার ভরতুকি দিত ৮২৭ টাকা। আজ মোদি জমানায় সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ টাকা। আর সরকারের ভরতুকি শূন্য। আজকের একটি সিলিন্ডারের দামে আগে হলে দুটি সিলিন্ডার হয়ে যেত। শুধু কংগ্রেসই দেশের গরিব এবং মধ্যবিত্তর কথা ভেবে সরকার চালায়। এটাই আমাদের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি।”