|
---|
সংবাদদাতা : সন্দেশখালির পর এবার হিঙ্গলগঞ্জ মাহমুদপুরে ইয়াস ক্ষতিগ্রস্থ পরিবারের শতাধিক মানুষকে কমিউনিটি কিচেন ও ত্রাণ বিতরণ করে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, ইমাম মুয়াজ্জিন সমিতির সম্পাদক হাফেজ আজিজুদ্দিন, আল কুরআান ফাউন্ডেশনের কর্ণধার মাওলানা জাবিদ আলি, বিশিষ্ট সমাজসেবী সারা বাংলা সমাজ কল্যাণ সমিতির সম্পাদক হাজি লাল্টু, সিরাত কনভেনার রবিউল ইসলাম, সুন্নাত ওয়াল জামায়াতের আব্দুর রহিম, মাজেরআাইট মাওলানা আবুল কালাম, সেখ আফ্রীদি, ইমরান আব্বাস, মোঃ সেলিম, মোঃ জসিম প্রমুখ। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, সিরাত একটি শিক্ষা, সেবা ও সংস্কৃতি মুলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আম্ফান, বুলবুল, ফানির মতো, ইয়াস কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরে সিরাত পরিবার আনন্দিত। মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পরিচয় বহন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। হাফেজ আজিজুদ্দিন বলেন, হিঙ্গলগঞ্জ এই এলাকার মানুষ সত্যি খুব কষ্টে আছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এলাকার মানুষ সরকারি নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত না হয়। মাওলানা জাবিদ আলি বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ত্রাণ সামগ্রী আসছে, আসুক কিন্তু সরকারি উদ্যোগে নাদী বাঁধ গুলো কংক্রিট করা দরকার। এটাই হবে স্থানীয়দের স্থায়ী সমাধান।