এই বছরের সর্বভারতীয় জ্যাম (JAM) পরীক্ষায় তার র‍্যাংক ৮০৯। তিনি কে?

নিজস্ব সংবাদদাতা: বরাবরই মেধাবী সে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও দুর্দান্ত ফল ছিল তার। এই বছরের সর্বভারতীয় জ্যাম (JAM) পরীক্ষায় তার র‍্যাংক ৮০৯। মুম্বই আইআইটিতে (IIT) অঙ্ক নিয়ে স্নাতকোত্তর করার স্বপ্ন ছুঁয়ে ফেলেছে সে। কিন্তু তার পরেও দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে বালুরঘাটের (Balurghat) দীপ দাস ও তার পরিবারের।

    নিম্নবিত্ত পরিবারের সন্তান দীপ। বাবা গোবিন্দ দাস ঠেলাওয়ালার কাজ করেন। মা কামনা দাস সকাল থেকে বেরিয়ে যান অন্যের বাড়িতে রান্নার কাজে। বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকার শিবাজি কলোনীর বাসিন্দা দীপ ও তার পরিবারের এতদিনের বাস ছিল একটি টিনের ঘরে। সম্প্রতি সরকারি সাহায্যে কোনও মতে একটি পাকা ঘর বানানো গেছে। কিছুদিন আগেই তার বোনের বিয়ে দেওয়া হয়েছে ধার দেনা করে। এখন তার বাবা মায়ের চিন্তা কিভাবে তার ছেলের পড়াশোনার খরচ চালাবেন। কারন ছেলে এতটাই ভালো এবং মেধাবী তারা চান না তাদের ছেলের ভবিষ্যত নষ্ট হোক। তাদের আবেদন কেউ তাদের জন্য এগিয়ে আসুক।তাদের ছেলের পড়াশোনার দায়িত্ব নিক। যাতে তাদের সন্তানের ভবিষ্যত নষ্ট না হয়।