|
---|
নিজস্ব সংবাদদাতা:একুশে জুলাই এর প্রস্তুতি চলছে শিলিগুড়িতে।প্রতিটি ওয়ার্ডে আলাদা করে মিটিং এবং মিছিল করতে নির্দেশ দিয়েছেন অরুপ বিশ্বাস।তাই জেলা সভাপতি পাপিয়া ঘোষ সব ওয়ার্ডকেই মিছিল করবার নির্দেশ দিয়েছেন একুশে জুলাই এর সমর্থনে।পাপিয়া ঘোষ নিজে জানালেন গত দুবছর পরে আবার পালিত হচ্ছে একুশে জুলাই।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মেনেই যত বেশী সমর্থক পাওয়া যায় নিয়ে যাওয়া হচ্ছে। যারা এখান থেকে একুশে জুলাই যাবেন তারা যাতে ঠিকমত থাকতে এবং খেতে পারেন সেইমত ব্যাবস্থা করা হচ্ছে।আমি কলকাতা যাচ্ছি,এবং যারা যারা যাবেন তাদের কিছুটা হলেও দায়িত্ব নেবে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এবারের একুশে জুলাই সবার জন্য একটা আলাদা চমক থাকবে জানালেন দার্জিলিং জেলা সভাপতি।আমরা সবাই অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেদিন পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি বক্তব্য রাখেন।