দুর্গাপুরের প্রান্তিক শিশু কিশোরদের বিনামূল্যে সার্কাস দেখালো

লুতুব আলি : দুর্গাপুরের প্রান্তিক শিশু কিশোরদের বিনামূল্যে সার্কাস দেখালো। দুর্গাপুরের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক একের পর এক অভিনব উদ্যোগ সংগঠিত করে খবরের শিরোনামে আসছে। আজকের শিশু কিশোরেরায় ভবিষ্যতের সম্পদ। আগামীতে দেশকে তারাই পরিচালিত করবে। সমাজের পিছিয়ে পড়া অবহেলিত, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য প্রান্তিক উদ্যোগী হয়েছে। এই সমস্ত শিশুদের শৈশব কে আনন্দদায়ক ও বৈচিত্রময় করে তুলতে দুর্গাপুর সিটি সেন্টার গান্ধী মোড়ে বিনামূল্যে সার্কাস দেখানোর ব্যবস্থা করল। দুর্গাপুরের অন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত রেলওয়ে স্টেশন পাঠশালা জীবন পাঠ ২ এর ২৫ জন শিশু-কিশোর সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে মোট ৫৭ জনকে বিনা ব্যয়ে সার্কাস দেখানোর ব্যবস্থা করেছিল প্রান্তিক। প্রান্তিকের এই খবর জানাজানি হতেই সার্কাস কমিটির সম্পাদ তপন মুখার্জি সহ তপন ঠাকুর, নিত্যানন্দ ব্যানার্জি প্রমুখরা প্রান্তিকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা প্রস্তাব দেন যারা সার্কাস দেখেনি এই ধরনের শিশুদের তারা বিনামূল্যে ব্যয়বহুল নগর দোলনা, ডিস্কো ড্যান্সার রাইট গুলো দেখানোর ব্যবস্থা করে দেবেন। গতকাল ১৬ জুলাই প্রান্তিক ফের ২৫ জন শিশু-কিশোরদের সার্কাস দেখালেন সার্কাস কমিটির প্রস্তাব অনুযায়ী। দুই দফায় প্রান্তিক শিশু-কিশোরদের বিভিন্ন এলাকা থেকে বাসে করে এনে পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। প্রান্তিকের সম্পাদক দেবাশীষ বাদ্যকর বলেন সেশন সংলগ্ন এলাকা থেকেই সাধারণত ক্রাইম তৈরি হয়। তাই স্টেশন সংলগ্ন এক এলাকা ও ঝুপড়ি এলাকার ছেলেমেয়েদের প্রতি তাদের নজর বেশি। প্রান্তিকের উত্তরণ ঘটাতে সভাপতি শান্তনু দত্ত, সহ-সভাপতি লিজেন শোল, কোষাধক্ষ সুজিত মন্ডলরা দেবাশীষ বাবুর পাশে থেকে সাহচর্য দিয়ে চলেছেন। প্রান্তিক এর পক্ষ থেকে এই 9832878655 ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।