|
---|
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা: ঐতিহাসিক ঘোড়দৌড়ের স্বাক্ষী থাকল মথুরাপুর। প্রায় লক্ষ্যাধিক মানুষের ভিড়ে ঐতিহাসিক মিলন মেলা হয়ে উঠল মথুরাপুরের বরখান গাজী ঘোড়দৌড় প্রাঙ্গনে। এবছর মেলা ৬৭ তম বৎসরে পদাপর্ণ করল। ঘোড়দৌড়ে ৮৫ টি ঘোড়া অংশ নিয়েছিল। এরমধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ থেকেও প্রায় ২৫ টি ঘোড়া অংশ নিয়েছিল।
মেলা উপলক্ষে নিরপত্তা সংক্রান্ত ব্যবস্থাও ছিল জোরদার। মেলার প্রত্যেকটি পয়েন্টে ছিল পুলিশি পিকেট। ভিড় নিয়ন্ত্রণে ছিল মেলাকমিটির নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী। মেলাতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক সন্ধারও উপস্থাপন করা হয়।
মেলার উদ্যোক্তরা জানান যে মেলাটি বরখান গাজী নামক এক ঐশ্বরিক ব্যক্তির স্মৃতিতে হয়ে আসছে। এই বরখান গাজী মুসলিম হলেও হিন্দু মুসলিম সবাই ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে দীর্ঘদিন তাকে পূজা করে আসছে। যাকে স্থানীয় জণগণ খুবই জাগ্রত বলে মেনে আসছে। এবং তারই স্মৃতিতে এই মেলা ভবিষ্যতেও চলবে।