চাঁচলে মহিলারা ঘর ভরালো তৃণমূলে

উজির আলী,চাঁচল:০৭ নভেম্বর 

    বিধানসভার ভোটের আগে কমিটি গঠনে ত‍ৎপরতা দেখা দিয়েছে রাজ‍্য তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনে। এবার মহিলাদের দের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা হলো শনিবার। এদিন মালদহের চাঁচল ১ নং ব্লকে রাজ‍্য তৃণমূলের মহিলা সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য্যের নির্দেশে ও জেলা মহিলা সভাপতি চৈতালি ঘোষের উদ‍্যোগে ব্লক এলাকার আট টি অঞ্চলের মহিলা সভাপতির নাম ঘোষনা করেন চাঁচল ১ নং ব্লক মহিলা তৃণমূল কমিটির সভাপতি নাজরিন বেগম।

    চাঁচলের দলীয় কার্যালয়ে অঞ্চল সভাপতি ঘোষনাকালীন পর্বে উপস্থিত হয়েছিলেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল কমিটির সভাপতি সচীদানন্দ চক্রবর্তী, সহসভাপতি ইন্তাজ হোসেন ও দেবব্রত সিংহ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা টিএমসিপির সাধারণ সম্পাদক বাবু সরকার সহ আরো অনেকে।
    এদিন কমিটি ঘোষনার সাথে ব্লক এলাকার ৫০ জন মহিলা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবী করেছে মহিলা তৃণমূল নেতৃত্ব। মহিলাদের জন‍্য রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প মহিলাদের স্বনির্ভর করছে। তাই যোগদানের হিড়িক লেগেছে মহিলাদের বলে জানান চাঁচল ১ নং ব্লক মহিলা তৃণমূল কমিটির সভাপতি নাজরিন বেগম।

    যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবী করেছে মালদা জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী অনিন্দীতা প্রামানিক। তিনি আরোও বলেন, রাজ‍্যের প্রকল্প গুলির প্রলোভন দেখিয়ে মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে তৃণমূল। এমনকি অর্থের লোভ দেখানো হচ্ছে।

    তবে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন‍্য উজ্জ্বলা যোজনার গ‍্যাস দিয়েছেন ঘরে ঘরে। এবং নানান প্রকল্পের মধ‍্যে স্বনির্ভর করছে। লকডাউনে মহিলাদের একাউন্টে আর্থিকভাবে সাহায্য করেছেন কেন্দ্র।দেশের বিকাশে সর্বদা তৎপরতা রয়েছেন প্রধানমন্ত্রী।তবে বিধানসভার আগে চাঁচলের একাধিক মহিলা বিজেপিতেও যোগ দিচ্ছে বিজেপির তরফে জানানো হয়েছে।

    তবে এদিন মহিলারা  তৃণমূলের ঘর ভরাতেই খুশি চাঁচলের ঘাসফুল শিবির।