|
---|
খান আরশাদ, বীরভূম – বীরভূমের রাজনগরের আবাদনগর গ্রামে বিষ খেয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। মৃতের পরিবার সূত্রে জানা গেছে রাজনগর থানার অন্তর্গত আজাদ নগর গ্রামে চিন্তামণি ঘোষ নামে এক গৃহবধু তার নিজের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে সকলের অজান্তে বিষ খান। পরে ঘটনাটি জানতে পেরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে প্রথমে রাজনগরে ও পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। বৃহস্পতিবার রাত্রে সিউড়ি হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে অনুমান করছেন স্থানীয়রা। চিন্তামণি ঘোষ তার স্বামী দেবপ্রসাদ ঘোষ ও ১৬ বছরের ছেলে আকাশ ঘোষ এর সঙ্গে রাজনগরে আবাদনগরের বাড়িতেই থাকতেন। মৃতার বাপের বাড়ি দুবরাজপুর থানার অন্তর্গত বনকাটি গ্রামে বলে জানা গেছে । শুক্রবার সকালে মৃতার ময়নাতদন্ত হয়। এরপর বাড়ির লোকজন তার বাপের বাড়ি বনকাটি গ্রামে ও পরে শ্বশুরবাড়ি রাজনগর নিয়ে যান এবং বক্রেশরে সৎকার্য করা হয়।