ধারে বিড়ি না দেওয়ায় স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

নতুন গতি, মালদা: ধারে বিড়ি না দেওয়ায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার রতুয়া থানার বাহারালে। পরানপুরে এক মুদি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতী’র বিরুদ্ধে। ধারে বিড়ি না দেওয়ায় প্রতিশোধ নিতেই এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ব্যাক্তির নাম মহম্মদ কুসুমুদ্দিন (৬০)ও তার স্ত্রী মহেলা বিবি(৫৫)। তাদের বাড়িতে মুদিখানার দোকান রয়েছে। পরিবারে রয়েছে ৯ ছেলে মেয়ে। বাড়ি রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের পরানপুর গ্রামে।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে দোকানে বসেছিলেন কুসুমুদ্দিন। সেই সময় প্রতিবেশি জাইলুন মিঞাঁ দোকানে আসে। ধারে বিড়ি চায়। কিন্তু আগের টাকা ধার থাকায় বাকি দিতে রাজী হয়নি কুসুমুদ্দিন। এই নিয়ে দুই জনের মধ্যে বিবাদ হয়। স্থানীয় ও পরিবারের লোকেরা বিবাদ থামায়। অভিযোগ গভীররাতে কুসুমুদ্দিন ও তার স্ত্রী বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিল। অভিযোগ সেই সময় অভিযুক্ত জাইলুন মিঞাঁ ঘুমন্ত দুই জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহেলা বিবির।