‘মমতার উপরে আক্রমণের চরম নিন্দা করি’, তীব্র সমালোচনায় সরব কেজরিওয়াল-তেজস্বী

‘মমতার উপরে আক্রমণের চরম নিন্দা করি’, তীব্র সমালোচনায় সরব কেজরিওয়াল-তেজস্বী

    তৃণমূল শিবিরে এই ঘটনার নিন্দা হচ্ছে। পাশাপাশি রাজ্যের বাইরে জাতীয় স্তরের রাজনীতিকরাও ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

    নতুুুন গতি ডেস্ক: রাষ্ট্রীয়  জনতা দল (আরজেডি) এর নেতা তেজস্বী যাদব কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় দেখা করে গিয়েছেন। জানিয়েছেন বাংলার জন্য মমতাকেই তিনি সমর্থন করবেন। তেজস্বীও এই ঘটনার নিন্দা করে টুইট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দুষ্কৃতীদের এই কাপুরুষোচিত ও ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করি। পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে নির্বাচন কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যেটি নিয়ন্ত্রণ করে বিজেপি। দেশ জানে, যাদের গণতন্ত্রের উপর কোনও বিশ্বাস নেই তারা পরাজিত হবে বলে অনেক নীচে নামতে পারে।