|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর :অল বেঙ্গল ডিস্ট্রিক্ট ইমাম এসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর ইমাম এবং মোয়াজ্জেমের ব্যবস্থাপনায় ভারতবর্ষের শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য ও কৃষকের স্বার্থে কেশপুর বাস স্ট্যান্ডে বিশাল জেলা সমাবেশ অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল সংখ্যালঘু সেল ও রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ নাদিমুল হক, জেলা ইমাম এসোসিয়েশনের সভাপতি হাফেজ মুস্তাক আহম্মেদ,বিধায়ক ইদ্রিস আলি ,বিধায়ক শিউলি সাহাা, মুক্তার আলি, মহ: রফিক, আলি আকবর খান।
উত্তম ত্রিপাঠী সহ অনান্য নেতৃত্ব। কেশপুরের ইমাম মোয়াজ্জেমের সভায় কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন বাংলায় আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে থাকতে চাই। কেন্দ্রীয় সরকার বিজেপি দল বাংলাকে পাখির চোখ করে বাংলা আসা যাওয়া শুরু করেছে, বাংলায় ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বাংলাকে বিভাজন করে ভোট নিতে চায় বিজেপির সেই আশা কোনোদিন পূরণ হবে না কারণ বাংলা সবার ভারত সবার।