|
---|
সেখ সামসুদ্দিন : বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শ্রমিক মেলা ২০২১ এর শুভ সূচনা হয় মেমারি নতুন বাসস্ট্যান্ডে।প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন প্রিন্সিপাল সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট বরুণ কুমার রায়, অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, ডেপুটি লেবার কমিশনার পার্থ বিশ্বাস, মিনিমাম ওয়েজেস বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সৌমেন মজুমদার, মেমারি পুরপ্রশাসক স্বপন বিষয়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলা থেকে মোট ৩৩৩ জনকে মোট ২৭,৫২,৫৯৯ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য মেমারি শহরের কৃষ্ণবাজারের বাসিন্দা শের খান রেলে হকারি কাজ করাকালীন রেলে দুটি পা কেটে বাদ চলে যায়। ঐ ব্যক্তিকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে দুই লাখ টাকার আর্থিক সহায়তা চেক তুলে দেন। মৃত্যুকালীন পঞ্চাশ হাজার টাকার চেক পরিবারের হাতে দশ জনকে, সামাজিক মুক্তি কার্ড তুলে দেওয়া হয় ৪০ জনের হাতে। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত কৃতি ছাত্র ছাত্রীদের অভিভাবকদের হাতে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায় ও প্রশাসক স্বপন বিষয়ী দুয়ারে সরকার অনুষ্ঠানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড প্রাপকদের হাতে তুলে দেন। আজ ও কাল দুদিনেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই বামপন্থী শ্রমিক সংগঠন তাদের বঞ্চনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ প্রশাসন তাদের মেলা প্রাঙ্গণ থেকে বার করে দিলে মেমারি বামুনপাড়া মোড়ে গিয়ে স্বল্পকালীন সময়ের জন্য প্রতীকী পথ অবরোধ করেন তারা। যদিও এ বিষয়ে উপস্থিত প্রশাসনিক কর্তারা কোন মন্তব্য করেন নি।