রাজ্যের পাশাপাশি মহিলা তৃণমূলের উদ্যোগে সরিষা তে তৃণমূলের চলো গ্রামে যাই কর্মসূচি

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- এবার রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। “চলো গ্রামে যাই” এই প্রচারে অংশ নিয়েছেন তৃণমূলের মহিলা শাখার নেতৃবৃন্দ। গোটা রাজ্য জুড়েই পালন করা হচ্ছে এই কর্মসূচি। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরিষা হাই স্কুল প্রাঙ্গণে চলো গ্রামে যাই এই কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহীনী বিশ্বাস,২নম্বর ব্লকের সভাপতি অরূময় গায়েন,১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,টাউন সভাপতি অমিত সাহা সহ ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের সকল নেতৃত্ব রা। সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১লা নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪-এ দেশে লোকসভা নির্বাচন। ফলে পঞ্চায়েত ভোট অনেকটাই লোকসভা ভোটের প্রভাব ফেলবে এমনটা জানাজায় এই কর্মসূচি থেকে। সেই হিসেবে চলো গ্রামে যাই এই কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।