২১শে জুলাই শহীদ স্মরণে,নজরুল সরণীতে কর্মসূচি গ্রহণ

২১শে জুলাই শহীদ স্মরণে, রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নজরুল সরণীতে কর্মসূচি গ্রহণ

    নতুন গতি প্রতিবেদক : রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা, আব্দুল হালিম মন্ডলের নেতৃত্বে রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিতিতে মিশন পল্লী কাজী নজরুল সরনী মোড়ে, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি।

    উপস্থিত রয়েছেন ছাত্র যুব নেতা, নাসির বাগানী, সমাজকর্মী গোলাম মোস্তফা শেখ, মুজিত সরদার, দোরাফ মাঝি, সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    সমাজকর্মী শেখ গোলাম মোর্তোজার বক্তব্য, অন্যান্য বছরে আমরা যেভাবে কলকাতায় শহীদ স্মরণে লক্ষাধিক তৃণমূল কংগ্রেস সমর্থক, কর্মী, নেতৃত্ব বৃন্দ উপস্থিত হই, এবছর করোনা নামক মহামারীর কারণে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বৃন্দ আলোচনার ভিত্তিতে সেই সভা বাতিল করা হয়। তার পরিবর্তে আমরা ভার্চুয়াল সবার প্রস্তুতি নিয়েছি, এবং ছোট ছোট পথসভার মাধ্যমে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, নিজ নিজ এলাকায় একুশে জুলাই শহীদ স্মরণে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তৃণমূল কংগ্রেস আগামী দিনে মানুষের সাথে এবং পাশে থেকে কাজ করবে।

     

    মা-মাটি-মানুষের সরকার যেভাবে রাজ্যের সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে আসছে আগামী দিনেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ এইভাবে সাধারণ মানুষের পাশে থাকবো।