|
---|
আাজিজুর রহমান : গলসি ১ নং ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিন ভারতীয় জাতীয় কংগ্রেস এর গলসি ১ ব্লক কমিটি। এদিন ব্লকের সভাপতি সেখ নবিরুল হকের উদ্দ্যোগে আট দফা দাবীতে ওই ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবী, মিডডে মিল প্রকল্পের টাকা খরচের বেনিয়মের তদন্ত ও এলাকার মিলের নোংরা জল যাতে চাষিদের জমি নষ্ট না করে তার ব্যবস্থা করতে হবে। সকলকে খাদ্য সুরক্ষার আওতায় আনতে হবে। নতুন সম্প্রসারণ হওয়া ছয় লেনের জাতীয় সড়কের দুইপাশে উন্নত জল নিকাশী ব্যবস্থা করতে হবে। এছাড়া ২ নং জাতীয় সড়ক লাগোয়া গ্রামের ধারে সার্ভিস রোড সহ কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় পুরসা গ্রামে দুটি আন্ডার পাশ এবং ২ নং জাতীয় সড়কের পারাজ স্টেশন মোড় থেকে পুরসা হাসপাতাল প্রযন্ত আলোর ব্যবস্থা করতে হবে। তাছাড়াও গলসি ১ নং ব্লককে বর্ধমান কৃষি ব্লকের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের দাবী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গলসি ১ ব্লক জয়েন্ট বিডিও দীপঙ্কর সরকার। এমনটিই জানিয়েছেন গলসি ১ নং ব্লক কংগ্রেস সভাপতি সেখ নবিরুল হক।