|
---|
নিজস্ব প্রতিবেদক : দার্জিলিং জেলা ফ্যাম এর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবার জন্য তৃণমূল কর্মী-সমর্থকদের একত্রিত করা। গতকাল দার্জিলিং জেলা ফ্যাম মিটিংয়ের আয়োজন করা হয় শিলিগুড়িতে, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। তিনি মিটিংয়ে তৃণমূল কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
দার্জিলিং জেলা ফ্যাম এর এডমিন অজিত বাবু জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ফ্যাম এর সংগঠন যাতে বৃদ্ধি পায় সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মালদা মুর্শিদাবাদ সহ দুই দিনাজপুরে ফ্যাম ক্রমশ মজবুত হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার ও ভালো কাজ চলছে।