|
---|
নিজস্ব সংবাদদাতা:শিলিগুড়িতে পঞ্চায়েত নির্বাচনে আসলেন দেবাংশু ভট্টাচার্য্য।আজ শিলিগুড়ির নকসালবাড়ি,খড়িবাড়ি এবং ফাসিদেওয়াতে নির্বাচনী প্রচারে এসে দেবাংশু ভট্টাচার্য্য আক্রমন করলেন বিজেপী এবং সিপিএম কে।দেবাংশু জানান গোটা রাজ্যে টাকার উপরে নির্ভর করে মানুষ কিনছে বিজেপী। দুহাজার একুশের নির্বাচনে জীততে না পারার যন্ত্রনা ভুলতে পারছে না ওরা। বাঙলাতে ওদের জায়গা নেই।তাই টাকা দিয়ে কুৎসা করে নির্বাচনে জয়লাভ করার খেলাতে মেতেছে ওরা।গ্যাসের দাম সাড়ে তিনশো থেকে বেড়ে হয়েছে এগারোশ টাকা।সব কিছু বিক্রি করে দিয়ে দেশ বিক্রি করে চলে যাবে। হিন্দু -মুসলমান করে মানুষের মাথা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে বিজেপী। আর সিপিএম কোন কিছু তাল না পেয়ে বিজেপীকে সমর্থন করছে,কিভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়। এদিন দেবাংশুর সাথে একই সাথে বিজেপী এবং সিপিএমকে আক্রমন করেন পাপিয়া ঘোষ।তিনি জানান পঞ্চায়েত নির্বাচনে বিজেপী হেরে গেছে,তাই আগেই বুঝে কুৎসা রটাচ্ছে বিজেপী।পাপিয়া ঘোষ আরো জানান এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব কটি আসনেই জয়লাভ করবে,মানুষ এবারে মহকুমা পরিষদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জিতিয়ে আনবে।