আব্বাস সিদ্দিকীকে সামনে রেখে বঙ্গে লড়বে মিম: আসাদউদ্দিন ওয়াইসি

নতুন গতি ওয়েব ডেস্ক: হঠাৎ পশ্চিমবঙ্গ সফরে এসে অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি সাফ জানিয়ে দিলেন, বাংলায় মিম পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাথ দিয়ে কাজ করে যাবে। রবিবার সাতসকালে ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন আসাদউদ্দিন ওয়াইসি। দীর্ঘক্ষণ বৈঠকের পর তিনি এক সাংবাদিক সম্মেলনে জানান, পশ্চিমবাংলায় মিমের সমর্থকরা আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিলে কাজ করবে। আব্বাস সিদ্দিকী যেভাবে এগোবেন মিম তাকে সমর্থন করবেন। তার কথাতেই মিম এ রাজ্যে চলবে।

    এদিন ফুরফুরা শরীফে সকালে আসাদুদ্দিন ওয়াইসি এ রাজ্যের কয়েকজন মুসলিম ব্যক্তিত্বকে নিয়ে কলকাতা থেকে ফুরফুরা শরীফে পৌঁছান। এরপর তিনি মরহুম পীর আবু বকর রহ.-এর মাজারে গিয়ে কবর জিয়ারত করেন। তারপর পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়িতে বৈঠকে মিলিত হন আসাদউদ্দিন ওয়াইসি। ওই বৈঠকে হাজির ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওশাদ সিদ্দিকী। আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে কলকাতা থেকে গিয়েছিলেন শাহেনশা জাহাঙ্গির। তাকেও ওই বৈঠকে হাজির থাকতে দেখা গেছে।

    বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন করেন আসাদউদ্দিন ওয়াইসি। ওই সাংবাদিক সম্মেলনে তিনি প্রখমেই ফুরফুরা শরীফের পীর আবু বকর রহ-এর অবদান প্রসঙ্গ তুলে ফুরফুরা শরীফের ঐতিহ্য ব্যক্ত কেরেন। তিনি বলেন, ফুরফুরা শরীফের মাটি তার এক আবেগের জায়গা। আরো বলেন, এখানকার পীর সুফি শায়খ আবু বক্কার সিদ্দিকী রহ. যিনি একাধারে যেমন মোজাদ্দেদ ছিলেন, অপরদিকে সামাজিক ও ইংরেজদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াকু নেতাও ছিলেন। তাই মিম যাতে বিধানসভা নির্বাচনে তার আধিপত্য বজায় রাখে বাংলায় তার জন্য ছুটে আসা।