|
---|
নিজস্ব সংবাদদাতা: চাকরি থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এবার অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই রকমই দুর্নীতির অভিযোগ উঠল বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, দু’কোটি টাকার ফান্ড কাজ না করিয়েই তুলে নেওয়া হয়েছে। এই টাকা তুলে নেওয়ার কাজ করেছেন পঞ্চায়েতেরই লোকজন। এখন আবার টেন্ডারের জন্য কোনও টাকাই আসছে না।এই পঞ্চায়েতের যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকেই এমন দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। টেন্ডার না করে, কোনও কাজ না করেই এই সকল টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কাজ না করিয়েই কীভাবে এই টাকা তুলে নেওয়া হল? অভিযোগ চায়ের দোকানেই বিল করা হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। সাইকেল পাহারা দেওয়ার জন্য এক লক্ষ টাকার বেশি বিল করা হয়েছে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের বিল করিয়ে সেই টাকা তুলে নেওয়া হয়েছে।এর পাশাপাশি অভিযোগ, ৬০ লক্ষ টাকার বেশি গাছ লাগানো হয়েছে বলে পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু সেই গাছ কোথায় লাগানো হয়েছে তা খুঁজে পাওয়া মুশকিল। কোনও রকম গাছ না লাগিয়েই এই টাকা তুলে নেওয়া হয়েছে।বোলপুরের এই রূপপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ছিল আগে ২৪। বর্তমানে এর বড় অংশ চলে গিয়েছে বোলপুর পৌরসভার আওতায়। বোলপুর পৌরসভার আওতায় বড় অংশ চলে যাওয়ার পর এই গ্রাম পঞ্চায়েতে এখন আটজন সদস্য রয়েছেন। এই আটজন সদস্য নিয়ে রেজুলেশন পাশ করার পরেই সমস্ত রকম কাজ করার দাবি তুলেছেন অভিযোগকারীরা। আর তা না হলে আগামী দিনে বৃহত্তর বিক্ষোভ শুরু করবেন তারা বলেও দাবি করেছেন।যদিও এসবের পরিপ্রেক্ষিতে রূপপুর গ্রাম পঞ্চায়েতে যে সকল কর্মীরা রয়েছেন তারা কিছু বলতে চাননি। তারা জানিয়েছেন লিখিতভাবে পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানাতে।।
অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই রকমই দুর্নীতির অভিযোগ উঠল বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।