|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:টোটো প্যাসেঞ্জার সেজে টোটো ছিনতাই করে তিন জন দুষ্কৃতী, আহত টোটো চালক। টোটো চালকের নাম বাপি হালদার, বাড়ি ফরাক্কা ২ নম্বর নিশিন্দ্রা কলোনীতে। ঘটনায় ঘটে রবিবার সন্ধ্যায়। জখম টোটো চালক বাপি জানায় ফরাক্কার নিউ ফরাক্কা স্টেশন চত্তর থেকে দুই জন প্যাসেঞ্জার সেজে মালদা ১৮ মাইল দিকে যাবে বলে টোটো ভারা করে। তারপর ১৮ মাইলে যাবার মাঝে আরো এক জন যাত্রী তাদের পরিচিত বলে টোটোতে উঠাই। ১৮ মাইলে পৌছিয়ে একটি ফাঁকা রাস্তায় সেই টোটো চালকে বন্ধুকের পিছন দিয়ে মারধর করে। টোটো চালকে প্রান বাঁচাতে সেখান থেকে পালাতে গেলে পিছন থেকে এক রাউড গুলিও চলাই বলে সেই টোটো চালকে জানায়। টোটো চালক কোনো রকমে খালবিল পার করে সামনে বিএসএফ ক্যাম্পে ছুটে যাই। সেখানে বিএসএফরা টোটো চলকে প্রাথমিক চিকিৎসার পর ফরাক্কার বেনিয়াগ্রামে হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে।